শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ২০:৪৭

ওমানের সড়কে প্রান গেলো  হাজীগঞ্জের ফারুকের

কামরুজ্জামান টুটুল
ওমানের সড়কে প্রান গেলো  হাজীগঞ্জের ফারুকের

ওমানের সড়কে এক দুর্ঘটনায় হাজীগঞ্জের মোহাম্মদ ফারুক গাজী (৪৬) নামের এব বাংলাদেশী ব্যবসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যায় ৭টায় ওমানের ইবরা জেলার বিভিয়া থানাধীন গাব্বি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকায় গত ১৫ বছর যাবৎ সুপার শপের ব্যবসা করে আসছিলেন।

তিনি উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গাজী বাড়ির মোহাম্মদ জিতু গাজীর ছেলে। তাঁর বাবা-মা, স্ত্রী ও দুই ছেলেসহ এক মেয়ে সন্তান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মুসলিম গাজী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি লোটাস মো. দেলোয়ার হোসেন চাঁদপুর কন্ঠকে জানান, মোহাম্মদ ফারুক গাজী ব্যবসায়ীক কাজে তার নিয়ে গাড়ি নিয়ে গাব্বি নামক এলাকায় বের হয়েছিলেন। এ সময় স্থানীয় এক ওমানী নাগরিকের দ্রুতগামী গাড়ির সাথে মুখোমুখি সংর্ঘষ হলে তিনিসহ ওই গাড়ির লোকজন আহত হন।

তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ফারুক গাজীকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ ওই হাসপাতালে সংরক্ষিত করে রাখা হয়েছে। তার মরদেহ দেশে আনার বিষয়টি প্রক্রিয়াধীন বলে তারা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়